ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস তালিকা :

ব্রিটেন
  1. সংসদীয় আইন ব্যবস্থা[parliamentary System of Goverment]
  2. আইনের শাসন[Rule of Law]
  3. আইন প্রণয়ন পদ্ধতি[Law making Process]
  4. একক নাগরিকত্বের ধারণা[Concept of Single Citizenship]
  5. পাবলিক একাউন্টস কমিটি
  6. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
  7. লোকসভার স্পিকারের কার্যাবলী[The legislative speaker and their role]
  8. রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান
  9. শক্তিশালী নিম্ন কক্ষ বিশিষ্ট আইনসভা
দক্ষিণ আফ্রিকা
  1. সংবিধান সংশোধনের পদ্ধতি[Amendment]
  2. রাজ্যসভায় সদস্য নির্বাচন
জার্মানি
  1. জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ
কানাডা
  1. শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা[Quasi-federal government]
  2. কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন[Distribution of powers between the central and state governments]
  3. অবশিষ্ট ক্ষমতা (Residual Power ) কেন্দ্রের হাতে অর্পণ করা।
সুইডেন
  1. লোকপাল
সোভিয়েত রাশিয়া
  1. মৌলিক দায়িত্ব[Fundamental Duties]
  2. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  3. লোকসভার স্পিকারের কার্যাবলী
অস্ট্রেলিয়া
  1. যুগ্ম তালিকা[Concurrent List]
  2. প্রস্তাবনার ভাষা
আয়ারল্যান্ড
  1. রাষ্ট্রের নিৰ্দেশাত্বক নীতি[DPSP]
  2. রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য
  3. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি
মার্কিন যুক্তরাষ্ট্র[USA]
  1. মৌলিক অধিকার[Fundamental Rights]
  2. বিচারব্যবস্থার স্বাধীনতা[Independence of Judiciary]
  3. বিচারবিভাগীয় পুনর্বিবেচনা[Judicial Review]
  4. সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণের পদ্ধতি
  5. প্রস্তাবনা[Preamble]
  6. লিখিত সংবিধানের ধারণা
  7. রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি
  8. সুপ্রিম কোর্টের ধারণা
  9. রাষ্ট্রপতি সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার
ভারত শাসন আইন , ১৯৩৫
  1. রাজ্যপাল
  2. যুক্তরাষ্ট্রীয় বিচারব্যবস্থার ক্ষমতা
  3. যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো
জাপান
  1. সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী
ফ্রান্স
  1. স্বাধীনতা, সাম্য ও সৌভাতৃত্বের ধারণা